জাপানের বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

জাপানের শিমিজু কর্পোরেশনের প্রতিনিধি দলের নেতা কাশিওয়ামুরা আকিরা বলেছেন, জাপানের বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ।

শিমিজু কর্পোরেশনের একটি প্রতিনিধিদল বুধবার চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দের সাথে চেম্বার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও ঢাকা বিমান বন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়নে কাজ করছে জাপান। জাপান-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চট্টগ্রাম চেম্বারে জাপান ডেস্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরণের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাশিওয়ামুরা আকিরা বলেন, শিমিজু কর্পোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর, বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশী প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী।

মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি চট্টগ্রাম চেম্বারে স্থাপিত জাপান ডেস্ক পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here