আমদানি ও রপ্তানির জন্য নেওয়া লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ৫ বছর করা হয়েছে। এখন থেকে প্রতি বছর এই লাইসেন্স নবায়ন করতে হবে না ব্যবসায়ীদের। বুধবার (২৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যবসা সহযোগীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স বা রেজিস্ট্রেশন সমূহের নবায়নের মেয়াদ বৃদ্ধিকরণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি ও রপ্তানিকারকদের বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হলো।
আবেদনকারী এক থেকে পাঁচ বছর পর্যন্ত যে কোনও মেয়াদী আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এ ছাড়া আইআরসি ও ইআরসি সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হবে। আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী ফি দিতে হবে।