গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রিভেনশন অব পলিউশন ফ্রম দ্য শিপসের (মারপোল) অ্যানেক্স সিক্সের সংশোধনী। আইএমওর মহাসচিব কিটাক লিম এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
এই সংশোধনীর মাধ্যমে ২০২৩ সালের প্রথম দিন থেকে সব জাহাজের জন্য এনার্জি এফিশিয়েন্সি এক্সিস্টিং শিপ ইনডেক্স (ইইএক্সআই) অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে জাহাজগুলোর জ্বালানি কার্যদক্ষতা হিসাব করা হবে এবং তাদের বার্ষিক অপারেশনাল কার্বন ইনটেনসিটি ইন্ডিকেটর (সিআইআই) তথ্য সংগ্রহ করা হবে।