করোনা মাহামারির সময়ে বৈশ্বিক সাপ্লাই চেইনে যে স্থবিরতা নেমে এসেছিল, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রায় সব দেশের জন্য। দক্ষিণ আফ্রিকাও সেই সংকটময় পরিস্থিতির কথা ভোলেনি। এই সংকটের কথা মাথায় রেখে তারা নিজেদের জন্য একটি রাষ্ট্রায়ত্ত শিপিং লাইন চালুর উদ্যোগ নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি সাউথ আফ্রিকান শিপিং কোম্পানি (এসএএসসিও) চালু করার আইনগত বিষয়ে একটি খসড়া প্রস্তুত করেছে। ২০২৩ সালে যত দ্রুত সম্ভব কোম্পানিটি চালু করার লক্ষ্য রয়েছে সরকারের।