একটি দেশের আমদানি নিশ্চিত করতে যে পরিমাণ রিজার্ভ দরকার, বাংলাদেশে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের রিজার্ভ খরচ হচ্ছে এটা ঠিক। তবে আমি বলব, আমাদের এখন যে পরিমাণ রিজার্ভ তাতে তিন মাস না, পাঁচ মাস আমদানি করতে পারব। সেই পরিমাণ অর্থ আমাদের কাছে আছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন থেকে শুনলাম, আমাদের দেশের সবাই রিজার্ভ সম্পর্কে এবং অর্থনীতি সম্পর্কে ভীষণ পারদর্শী হয়ে গিয়েছে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়ও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তিন মেয়াদে আমরা ক্ষমতায়; অন্তত এটুকু দাবি করতে পারি, এ ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ কোনো দিন ঋণখেলাপি হয়নি।
রিজার্ভ কমার সমস্যাটা কেবল বাংলাদেশের নয় বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেরই রিজার্ভ কমে গিয়েছে। আমরা শ্রীলঙ্কাকে কিছু সহযোগিতা করেছি, আরো অনেক দেশ কিন্তু ওই সহযোগিতার পর আমাকে অনুরোধ করেছে। আমি নাম বলতে চাই না, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যে, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ এখন যেটুকু রিজার্ভ তা আমার দেশের জন্য প্রয়োজন, সেটা আমাকে রাখতে হবে।