জি২০ দেশগুলোর বাণিজ্যে মন্দাভাব

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর পণ্য বাণিজ্যে দুই বছরের মধ্যে প্রথম পতন দেখা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ প্রবৃদ্ধির পর তৃতীয় প্রান্তিকে হঠাৎ করেই আমদানি ও রপ্তানিতে পতন হয়েছে।

ডলারের বিনিময়মূল্যে হিসাব করলে জুলাই-সেপ্টেম্বর সময়ে জি২০ দেশগুলোর রপ্তানি কমেছে ১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে আমদানি সংকুচিত হয়েছে ১ দশমিক ১ শতাংশ। এই সংকোচনের কারণ হিসেবে বৈশ্বিক ভোক্তা চাহিদার ধীরগতি ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কথা বলছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি তেলের দামে পতন তৃতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় পণ্য রপ্তানিতে ধীরগতির সৃষ্টি হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর অর্থনীতি জ্বালানির এই দরপতনের কারণে উপকৃতই হয়েছে। তবে তাদের প্রবৃদ্ধির গতিও আগের প্রান্তিকের চেয়ে ধীর ছিল।

ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ) পণ্য আমদানি-রপ্তানিতে সংকোচন দেখা গেছে। তৃতীয় প্রান্তিকে রপ্তানি কমেছে ১ দশমিক ৫ শতাংশ। আর আমদানিতে পতন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। ইইউ থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যের রপ্তানি বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ, তবে আমদানি ৯ দশমিক ৯ শতাংশ কমেছে।

একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারেও। জাপানের রপ্তানি শূন্য দশমিক ৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার রপ্তানি ১ দশমিক শূন্য শতাংশ কমেছে। তবে চীনের রপ্তানি শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।

পণ্য বাণিজ্য ছাড়াও সেবা বাণিজ্যে ধীরগতি দেখা গেছে উত্তর আমেরিকায়। ইউরোপের সেবা বাণিজ্য-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিম্নমুখী প্রবণতার কথা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here