বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ নভেম্বর) বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রতিমাসে নিয়মিতভাবে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অংশ নেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বিকডা, কাস্টম হাউস চট্টগ্রাম ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা ভার্চুয়ালি অংশ নেন।
বন্দরের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা এবং গতিশীলতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়।