ব্যবহারকারীদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতবিনিময়

বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ নভেম্বর) বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রতিমাসে নিয়মিতভাবে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশ নেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বিকডা, কাস্টম হাউস চট্টগ্রাম ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা ভার্চুয়ালি অংশ নেন।

বন্দরের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা এবং গতিশীলতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here