বাংলাদেশের জ্বালানি, স্মার্ট সিটি ও বন্দর ব্যবস্থাপনা খাতে ফিনল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত কাউক্ক-রুনদি।
সোমবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই এবং ফিনল্যান্ড দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্পকারখানার যন্ত্রপাতি, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে ফিনল্যান্ডের কোম্পানিগুলোর সুনাম রয়েছে। এসব খাতে তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়ক হবে।
মতবিনিময়কালে বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্প গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।