মিশরে মুদ্রা সংকট দেশজুড়ে বন্দরগুলোতে জট তৈরি করছে, যেখানে ৯৫০ কোটি ডলার সমমূল্যের পণ্য আটকে আছে। যদিও এসব পণ্য ছাড়ে বেপরোয়া চেষ্টা চালাচ্ছে সরকার, যাতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে।
মিশর এমনিতেই অনেকদিন ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এই সংকট আরও গভীরতর করেছে। ডলারের সংকটের কারণে দেশের বন্দরগুলোতে পণ্যের স্তুপ জমেছে। মিশরীয় পাউন্ডের দরপতন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মিশরীয় মুদ্রা প্রায় ৩৬ শতাংশ দর হারিয়েছে। ১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সরকার ৫০০ কোটি ডলার সমমূল্যের পণ্য ছাড় করতে সমর্থ হয়েছে। আরও ৯৫০ কোটি ডলার সমমূল্যের পণ্য বন্দরে আটকে আছে।