লাতিন আমেরিকার সর্ববৃহৎ বন্দর সান্তোসের বেসরকারীকরণ থেকে সরে আসছে ব্রাজিলের সরকার। দেশটির বন্দর ও বিমানবন্দরমন্ত্রী মার্সিও ফ্রাঙ্কার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদপত্র। ও এস্তাদো দি এস. পাওলোকে তিনি বলেন, বন্দরটি বেসরকারীকরণ না করার সিদ্ধান্ত হয়েছে।
সাও পাওলোর উত্তর-পূর্বে অবস্থিত সান্তোস বন্দরকে সয়াবিন ও চিনির মতো কৃষিপণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ গেটওয়ে হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালের দ্বিতীয়ার্ধে তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রশাসন বন্দরটি বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।