ডিসেম্বরের শেষদিকের তুষার ঝড়ের বিরূপ প্রভাব সব ধরনের পরিবহনের ওপরই পড়েছে এবং গ্রেট লেকে ৩০ থেকে ৪০ ইঞ্চি পুরু তুষার জমেছে। তাই স্বাভাবিক সময়ের আগেই এ বছর কানাডিয়ান কোস্ট গার্ডের সহায়তায় বরফ ভাঙার কাজ শুরু করার কথা জানিয়ে মার্কিন কোস্ট গার্ড, যাতে করে গ্রেট লেক দিয়ে জাহাজ চলাচল করতে পারে।
‘কোল শোভেল’ নামে বার্ষিক এই বরফ ভাঙার কাজ ২০২২ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। অন্যান্য বছর সাধারণত জানুয়ারির আগে এটা শুরু হয় না এবং মার্চ অথবা এপ্রিল পর্যন্ত চলে। তবে এটা নির্ভর করে লেকে বরফ ও আবহাওয়া পরিস্থিতির ওপর।