কৌশলগত খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ কঠোর করছে দেশগুলো

নিকেল রপ্তানি বন্ধ করা অথবা অপরিশোধিত নিকেল আকরিক পরিশোধনের সুযোগ দেয়, এমন কোনো আইন গ্রহণের অধিকার ইন্দোনেশিয়ার নেই বলে ডিসেম্বরের গোড়ার দিকে জানিয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ নিয়ে অভিযোগকারী ইউরোপীয় ইউনিয়নের জন্য এটা একটা বিজয়। ডব্লিউটিওর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে জাতীয় স্বার্থ ও বৈশ্বিক বাণিজ্যবিধির মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে এসেছে।

গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ আইনের খসড়া তৈরি করেছে অস্ট্রেলিয়াসহ কমপক্ষে ১৪টি দেশ। ব্যাটারি ও স্টেইনলেস স্টিলের গুরুত্বপূর্ণ উপাদান নিকেল তালিকায় সাতটি খনিজের অন্যতম।

তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, ডব্লিউটিওর রায়ই এ বিষয়ে শেষ কথা নয়। নিকেল ইস্যুতে ডব্লিউটিওতে আমরা হেরে গেছি ঠিক আছে। কিন্তু আমি আমার মন্ত্রীকে এর বিরুদ্ধে আপিল করতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here