পোশাক খাতের উন্নয়নে ১১ মিলিয়ন ডলার দেবে এডিবি

দেশের পোশাক শিল্প খাত ঢেলে সাজাতে ১১ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি টাকা।

সোমবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। কারণ, সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের যোগানদাতা হচ্ছে তৈরি পোশাকশিল্প।

এডিবির ভাইস প্রেসিডেন্ট (প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) অশোক লাভাসা বলেন, তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি। যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম ব্যবহারে সুতা উৎপাদনের ক্ষমতা বাড়বে। আমদানিকৃত সুতার ওপর নির্ভরতা কমাবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে। পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পরে অর্থায়ন করছে এডিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here