নতুন স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) সংযোজনের মাধ্যমে এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধির উপায় খুঁজছে নেদারল্যান্ডসের পরিষেবা সেবাদাতা সংস্থা গ্যাসুনি। ইউরোপের দেশগুলো গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে থাকায় এফএসআরইউ ইউনিটের চাহিদা বাড়ছে। এলএনজি আমদানি সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে
নেদারল্যান্ডসের পাশাপাশি জার্মানি, ইতালি, ফিনল্যান্ড ও এস্তোনিয়া এফএসআরইউ ইউনিট বাড়ানোর কথা ভাবছে। এই উদ্যোগের ফলাফল আসতেও শুরু করেছে। অত্যন্ত দ্রুততার সাথে জার্মানির জার্মানির প্রথম নতুন এফএসআরইউ ইউনিটের নির্মাণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।