ক্যালিফোর্নিয়ার তিনটি টার্মিনালের সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওয়ান)। ওয়ান বলছে, জাপানি মূল কোম্পানির কাছ থেকে এই অধিগ্রহণ তাদের প্রবৃদ্ধি কৌশলের অংশ। ওয়ান এবং এর মূল কোম্পানি মিৎসুই ওএসকে লাইন ও নিপ্পন ইউসেন কাবুশিকি কাইশার মধ্যে এ-সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।
চুক্তির আওতায় ওয়ান ট্রাপ্যাক ও ইউসেন টার্মিনালের ৫১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এর আগে জানুয়ারিতে ওয়ানের প্রতিদ্ব›দ্বী সিএমএ সিজিএম লস অ্যাঞ্জেলেস বন্দরের ফিনিক্স মেরিন সার্ভিসেস টার্মিনালের অধিগ্রহণ সম্পন্ন করেছে।