আইএমও মহাসচিব পদে পানার প্রার্থী ঘোষণা

কিটাম লিমের উত্তরসূরি হিসেবে অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) পরবর্তী মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে পানামা প্রজাতন্ত্র। পানামা মেরিটাইম অথরিটির (এমএমপি) প্রথম দেশ হিসেবে প্রার্থী ঘোষণা করল তারা।

পানামা বলেছে, মেরিন এনভায়রনমেন্ট ডিভিশনের বর্তমান পরিচালক আসেনসিও ডোমিঙ্গেজকে সংস্থার নবম মহাসচিব পদে প্রার্থী হিসেবে ঘোষণা করছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিবের মেয়াদ শুরু হবে। পেশায় নেভাল আর্কিটেক্ট আইএমও মহাসচিব পদে পানামা এবং লাতিন আমেরিকার প্রথম প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here