চীনা নাগরিকদের গোয়াদার বন্দর ছাড়ার দাবি বিক্ষোভকারীদের

এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পাকিস্তানের গোয়াদার বন্দর সম্প্রসারণ নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা দেশ দুটির মধ্যে অর্থনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করতে পারে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের একজন নেতা চীনা নাগরিকদের গোয়াদার ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
গোয়াদার রাইটস মুভমেন্টের সাথে সংশ্লিষ্ট মাওলানা হিদায়াত উর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ দুই মাস ধরে চলছে। বিক্ষোভকারীরা গোয়াদার বন্দরের প্রবেশপথ এবং গোয়াদার ইস্ট বে এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এক্সপ্রেসওয়েটিকে পাকিস্তানের প্রধান মহাসড়ক নেটওয়ার্কের সাথে বন্দরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ ধমনি হিসেবে বিবেচনা করা হয়। ২০২১ সালেও ৩২ দিন ধরে একই ধরনের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দাবি পূরণের ব্যাপারে সরকার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছিল সে দফায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here