আদানির ভিজিনিজাম বন্দরের বিক্ষোভ প্রত্যাহার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আদানির ভিজিনিজাম বন্দরে চার মাস ধরে চলা বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছে। তবে বন্দর নির্মাণ বন্ধের দাবি থেকে সরে আসা হয়নি বলে জানিয়েছেন বিক্ষোভকারীদের একজন নেতা।

ক্যাথলিক ধর্মগুরুদের নেতৃত্বে খ্রিস্টান মৎস্যজীবীদের বিক্ষোভের মুখে আদানি গ্রুপের নির্মাণকাজ স্থগিত রাখা হয়। বন্দর নির্মাণকাজ পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলছেন, বন্দরটি উপকূলে ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে এবং স্থানীয়দের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে সব আইন-কানুন মেনেই বন্দর নির্মাণের কাজ করা হচ্ছে বলে দাবি করেছে আদানি গ্রুপ। সেই সাথে গবেষণার উপাত্ত তুলে ধরে বলেছে, এর সাথে শোরলাইনে ভাঙনের কোনো সম্পর্ক নেই। কেরালা সরকারও বলেছে, ভাঙনের কারণ পুরোপুরি প্রাকৃতিক।

বন্দর নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি আহত হয়। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছে ৬৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here