সর্বশেষ সাত বছরই আর্কটিকে উষ্ণতম বছর হিসেবে নথিভুক্ত হয়েছে এবং এর প্রভাব এড়ানোর উপায় নেই। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) বলছে, আগুন, বরফ গলা, শীতকাল সংক্ষিপ্ত হয়ে আসা ও অধিক বৃষ্টিপাতের কারণে আর্কটিককে মনে হচ্ছে অন্য অঞ্চল। বিশেষ করে সেখানে যারা বসবাস করেন তাদের কাছে।
বাকি বিশ্বের তুলনায় আর্কটিক দুই থেকে চারগুণ দ্রুত উষ্ণ হচ্ছে, যা অঞ্চলটিকে জলবায়ু পরিবর্তনের সম্মুখভাগে দাঁড় করিয়ে দিয়েছে। পানির উষ্ণতা বৃদ্ধি সাগরে বরফের বিস্তৃতি কমিয়ে দিচ্ছে এবং ২০২২ সালে বরফের আস্তরণ ছিল দীর্ঘমেয়াদি গড়েরও নিচে। বরফের আস্তরণের এই হ্রাস সাইবেরিয়ান আর্কটিকের ওপর বৃষ্টিপাত বাড়িয়ে দিচ্ছে। কারণ উন্মুক্ত সাগর আর্দ্রতাকে সহজেই বাতাসে স্থানান্তরিত করতে সক্ষম।