এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার সোমবার উন্নয়ন এবং জলবায়ু রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৬২৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ রেসিডেন্ট মিশনের অফিসার-ইন-চার্জ জিয়াংবো নিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এডিবি ট্রাঞ্চে টু নামক ‘তৃতীয় পাবলিক-প্রাইভেট অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর জন্য ২৭৮ মিলিয়ন মার্কিন ডলার, ‘বৃহত্তর ঢাকা টেকসই নগর যাতায়াত প্রকল্প (বিআরটি-গাজীপুর)’ এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার, ‘উপকূলীয় শহর জলবায়ু সহনহশীলতা প্রকল্প’ এর জন্য ২৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এডিবি, একইসাথে উপকূলীয় শহর জলবায়ু সহনশীলতা প্রকল্পের জন্য ৪ মিলিয়ন অনুদান দেবে তারা।