২০২২ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে রেকর্ড ১১০ টন কোকেন জব্দ করেছে কর্তৃপক্ষ। একই সময়ে ইউরোপের আরেক শীর্ষ বন্দর নেদারল্যান্ডসের রটারডামে জব্দ হয়েছে ৫০ টন কোকেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকেনের বৈশ্বিক উৎপাদনের প্রায় ৫ শতাংশ কেবল এই দুটি বন্দরেই জব্দ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, লাতিন আমেরিকার সঙ্গে সেরা বাণিজ্যিক যোগাযোগ ও ইইউতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুকূল অবস্থানের কারণেই এই দুটি বন্দর বেশি ব্যবহার করে মাদক কারবারিরা।