আমদানি ব্যয় মেটাতে ডলারের কোটা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

আগামী রমজানের চাহিদা মেটাতে ছয়টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার কোটা হিসেবে আলাদা করে রাখার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে এ কথা জানানো হয়। ৫ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে এ চিঠি পাঠানো হয়। এর আগে গত ৪ জানুয়ারি বুধবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়।

ঐ বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে পণ্য রপ্তানি ও রেমিট্যান্স থেকে যে ডলার আসে, সেখান থেকে একটি অংশ নিত্যপণ্য আমদানির জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনো ডলার ব্যয়ের কথা বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here