যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি ২০২৩ সালের জন্য সংশোধিত নিঃসরণ নিয়ন্ত্রণ কর্মকৌশল প্রকাশ করেছে। এতে মেরিটাইম খাতের জন্য পর্যাপ্ত নীতিগত পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের যোগাযোগ খাতে মোট যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তার প্রায় ৩ শতাংশ আসে মেরিটাইম খাত থেকে। আর অভ্যন্তরীণ সমুদ্র পরিবহন খাত দায়ী মাত্র ১ শতাংশ নিঃসরণের জন্য।
শিপিং খাতকে কার্বনমুক্ত করার প্রযুক্তিগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। স্বভাবতই মন্ত্রণালয়ের কর্মকৌশলে সুনির্দিষ্ট কোনো প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়নি। বরং এতে প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং বাস্তবায়নে প্রণোদনার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বিকল্প জ্বালানি ও প্রপালশন সিস্টেমের উন্নয়ন, সেগুলো কী পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হবে ইত্যাদি বিষয়ে গবেষণা গুরুত্ব পেয়েছে কর্মকৌশলে।