গিনি উপসাগরে আটক জলদস্যুদের বিচারে নতুন আইন প্রণয়ন ক্যামেরুনের

বিভিন্ন সময়ে উপকূলীয় দেশগুলোর জলসীমায় জলদস্যুদের আটক করা হলেও উপযুক্ত আইনের অভাবে মাঝেমধ্যেই তারা ছাড়া পেয়ে যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের সমুদ্র নিরাপত্তা আইন সংস্কার করতে বলেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর মাস ছয়েকের মধ্যে নতুন একটি আইন প্রণয়ন করল ক্যামেরুন, যেটি গিনি উপসাগরে তাদের জলসীমায় আটক জলদস্যুদের বিচার এবং জাহাজগুলোর সাধারণ নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হবে।

ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া গত ২৭ ডিসেম্বর আইনটিতে স্বাক্ষর করেন। গিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যে ক্যামেরুন হলো দ্বিতীয় রাষ্ট্র, যারা জলদস্যুতা ও অন্যান্য সামুদ্রিক অপরাধ দমনে একটি জাতীয় আইনি পরিকাঠামো চালু করল। এর আগে নাইজেরিয়া ২০১৯ সালে প্রথমবারের মতো একই ধরনের একটি আইন চালু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here