পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে বিভিন্ন দেশের কাছে ছাড়কৃত মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। সস্তায় জ্বালানি তেল ক্রয়ের এ সুযোগ লুফে নিচ্ছে ভারত। ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে ভারত। আলোচ্য মাসে প্রতিদিন রাশিয়া থেকে ১১ লাখ ৯০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে দেশটি। এর মাধ্যমে টানা তিন মাস রুশ তেলের শীর্ষ ক্রেতার অবস্থান ধরে রাখল ভারত।
গত নভেম্বরে রাশিয়া থেকে দৈনিক ৯ লাখ ব্যারেলের কিছু বেশি পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল ভারত, যা নতুন রেকর্ড ছিল। ডিসেম্বরে আমদানির পরিমাণ নভেম্বরের রেকর্ডকেও ছাড়িয়ে যায়।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের ক্রেতা। দেশটি মোট চাহিদার ৮৫ শতাংশ তেলই আমদানি করে। ভারতে তেল রপ্তানিতে গত বছরের অক্টোবরে ইরাক ও সৌদি আরবকে ছাড়িয়ে যায় রাশিয়া। বর্তমানে ভারতের মোট জ্বালানি তেল আমদানির ২৫ শতাংশ আসছে রাশিয়া থেকে।