কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) কার্যক্রমকে গতিশীল করার জন্য যৌথভাবে একটি ভাসমান কার্বন ডাইঅক্সাইড স্টোরেজ ইউনিট স্থাপন করছে কোরিয়ান শিপইয়ার্ড স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ও শিপিং জায়ান্ট এমআইএসসি। এই কাজে অনেকখানি অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে স্যামসাং।
তারা জানিয়েছে, বর্তমানে এই ইউনিটের অফশোর স্টোরেজ অপারেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, যেখানে সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে সংরক্ষণের আগে বিভিন্ন শিল্পকারখানা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড স্বল্পমেয়াদে সংরক্ষণ ও ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি পরীক্ষা করা হচ্ছে।