ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ওই বৈঠকে ৭৩ কোটি ৯৬ লাখ টাকা মূল্যে ৮ হাজার টন মসুর ডাল কেনার জন্য টিসিবির আরও একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বলেন, শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে প্রায় ২০০ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য টিসিবিকে অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের আওতায় একজন কার্ডধারীর কাছে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। অবশ্য পেঁয়াজ শুধু সিটি কর্পোরেশন ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতেই বিক্রি হচ্ছে।