হ্যাপাগ-লয়েডের ১২টি নতুন আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজের প্রথমটি সম্প্রতি পানিতে ভাসানো হয়েছে। নির্মাণ কার্যাদেশ পাওয়ার দুই বছর পর এটি পানিতে ভাসাতে সমর্থ হলো দক্ষিণ কোরিয়ার জাহাজনির্মাতা দাইয়ু শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং।
হ্যাপাগ-লয়েডের নতুন এই জাহাজটির নাম বার্লিন এক্সপ্রেস। দৈর্ঘ্য ১ হাজার ৩১২ ফুট। ডুয়েল-ফুয়েল অপারেশন সিস্টেমের জাহাজটি চলতি বছরের এপ্রিলে হস্তান্তর করার কথা রয়েছে। ২৩ হাজার ৫০০ টিইইউ ধারণক্ষমতার জাহাজটি হ্যাপাগ-লয়েডের বহরের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ হতে যাচ্ছে।
জাহাজটির নাম প্রথমে হামবুর্গ এক্সপ্রেস রাখার খবর পাওয়া গিয়েছিল। তবে পরে জাহাজটির নাম হ্যাপাগ-লয়েডেরই ২০ বছরের পুরনো তুলনামূলক ছোট জাহাজ বার্লিন এক্সপ্রেসের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২০ সালের শেষের দিকে মোট ছয়টি আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজ সরবরাহের জন্য দাইয়ুকে প্রায় ১০০ কোটি ডলারের কার্যাদেশ দেয় হ্যাপাগ লয়েড। ছয় মাস পর আরও ছয়টি জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয় তারা।