ঝড়ে চীনা কার্গো জাহাজডুবি, নিহত অন্তত দুই

পূর্ব চীন সাগরে তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়ে একটি চীনা কার্গো জাহাজ ডুবে গেছে। দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড ও অন্তত দুটি বাণিজ্যিক জাহাজের সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সর্বশেষ খবর পর্যন্ত তারা কার্গো জাহাজটির ১৩ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে দুজনকে মৃত ও বাকিদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আরও নয়জন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনায় পড়া জাহাজটির নাম জিন তিয়ান। হংকংয়ে নিবন্ধিত ৯ হাজার ৮০০ ডিডব্লিউটির কার্গো জাহাজটি মালয়েশিয়ার পোর্ট ক্ল্যাং থেকে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় পড়লে জাহাজটি থেকে বেতারবার্তার মাধ্যমে কোরীয় কোস্ট গার্ডের কাছে সাহায্য চাওয়া হয়।

জাহাজটিতে চীনের ১৪ জন ও মিয়ানমারের আটজন ক্রু ছিলেন। নিখোঁজ নয়জনের মধ্যে লাইফবোটে আশ্রয় নেওয়া কয়েকজন বেঁচে থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here