ইউক্রেনের খারসন বন্দরে দুটি তুর্কি মালিকানাধীন জাহাজের ওপর মিসাইল হামলার ঘটনা ঘটেছে বলে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে দাবি করা হয়েছে। অবশ্য কখন ও কীভাবে হামলা চালানো হয়েছে, চ্যানেলটি সেই তথ্য প্রকাশ করতে পারেনি। তারা কেবল একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি জাহাজের ব্রিজ ও অ্যাকোমোডেশন ব্লকে আগুন জ্বলছে এবং আরেকটি জাহাজ মিসাইলের শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাহাজ দুটির একটির নাম তুজলা। অপরটির নাম ফারাহনাজ। দুটি জাহাজই ভানুয়াতুতে নিবন্ধিত। ৪৩ বছরের পুরনো তুজলা পরিচালনা করছে তুর্কি কোম্পানি সায়েলি শিপিং। আর ২৮ বছর বয়সী ফারাহনাজের পরিচালনায় রয়েছে একই দেশের কোম্পানি সাকিরোগলু শিপিং কোম্পানি। দুটি জাহাজই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খারসন বন্দরে আটকা পড়ে রয়েছে।
তুর্কি আরও অনেক জাহাজের মতো এই দুটিও জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের আওতায় পড়েনি। তুরস্কের এসব জাহাজ খারসন, মাইকোলেইভসহ ইউক্রেনের বিভিন্ন বন্দরে আটকা রয়েছে।
বেশ কয়েক মাস হলো ইউক্রেনে কোনো বাণিজ্যিক জাহাজকে গোলাবর্ষণের মুখে পড়তে হয়নি। এই স্বস্তির মধ্যেই নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তুর্কি জাহাজ দুটিতে হামলার ঘটনা। অবশ্য এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।