বৈরুত বিস্ফোরণের ঘটনায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ফের অভিযুক্ত

২০২০ সালের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনার বিচারিত তদন্ত প্রক্রিয়া নতুন করে গতি পেল। সম্প্রতি বিচারক তারেক বিতার নতুন করে ঘটনাটির বিচারিক তদন্ত শুরু হরেছেন। এই তদন্তের অংশ হিসেবে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়েছে। দিয়াবসহ আরও ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফেব্রুয়ারিতে শুনানির জন্য তলব করা হয়েছে।

রাজনৈতিক প্রভাবের কারণে দুই বছরের বেশি সময়ের মধ্যেও বৈরুত বিস্ফোরণের ঘটনার তদন্ত আলোর মুখ দেখেনি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো হাসান দিয়াবকে এই বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত করা হলো। এর আগে তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিচারক তারেক বিতারও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় কতখানি সফল হবেন, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here