দশ বছরের পুরনো টুএম অ্যালায়েন্স চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে দুই কনটেইনার শিপিং জায়ান্ট মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) ও মায়েরস্ক।
এশিয়া-ইউরোপ, ট্রান্সআটলান্টিক ও ট্রান্সপ্যাসিফিক রুটে ব্যয়সাশ্রয়ী পরিচালন কার্যক্রম ও প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করতে একটি ভেসেল শেয়ারিং এগ্রিমেন্ট (ভিএসএ) স্বাক্ষর করেছিল এমএসসি ও মায়েরস্ক, যা ২০১৫ সালে কার্যকর হয়। চুক্তিটি নবায়ন না করার অর্থ হলো, ২০২৫ সালের জানুয়ারি থেকে এর কার্যকারিতা শেষ হয়ে যাওয়া।
সম্প্রতি এক যৌথ বিবৃতিতে এমএসসি ও মায়েরস্ক জানিয়েছে, ১০ বছরের ভিএসএ চুক্তি স্বাক্ষরের পর থেকে অনেক কিছুতেই পরিবর্তন হয়েছে। টুএম অ্যালায়েন্স থেকে সরে আসার মাধ্যমে দুটি কোম্পানিই তাদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল নিয়ে অগ্রসর হওয়ার সুযোগ পাবে।
তারা আরও জানিয়েছে, চুক্তির মেয়াদ ততদিন বাকি রয়েছে, ততদিন এমএসসি ও মায়েরস্কের গ্রাহকরা পূর্ণাঙ্গভাবে টুএম অ্যালায়েন্স সেবা পুরোপুরি পাবেন।