রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের সভাপতি মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।
সভায় এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) সঙ্গে কাউন্সিলের কর্মকাণ্ডের সম্পৃক্ততা ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান একেএম আমিনুল মান্নান (খোকন) ও অন্য পরিচালকরা।