আটলান্টিক মহাসাগরে গবাদি পশু পরিবহনকারী একটি জাহাজ থেকে সাড়ে ৪ টন কোকেন জব্দ করেছে স্প্যানিশ পুলিশ। দেশটির ক্যানারি আইল্যান্ডস উপকূলে জব্দকৃত এই কোকেন দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে পাচার করা হচ্ছিল।
মধ্য আটলান্টিকের যে জায়গাটিতে ওরিয়ন ফাইভ নামের জাহাজে অভিযান পরিচালনা করা হয়, সেটি স্পেনের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পর্যবেক্ষণাধীন এলাকা। সেখানে প্রায়ই অভিযান চালিয়ে মাদক জব্দ করে কর্তৃপক্ষ। এমনই এক অভিযানে স্পেনের ন্যাশনাল পুলিশ ও কাস্টমস সার্ভেইল্যান্স সার্ভিস ওরিয়ন ফাইভে তল্লাশি চালায় ও কোকেন জব্দ করে।
টোগোর পতাকাবাহী জাহাজটি প্রায় ১ হাজার ৭৫০ গবাদি পশু নিয়ে কলম্বিয়ার কার্তাজেনা থেকে লেবাননের বৈরুতে যাচ্ছিল। এসব পশুর খাদ্য রাখার সাইলোতে লুকানো অবস্থায় কোকেনের সন্ধান পাওয়া যায়। অভিযানের পর অধিক তল্লাশির জন্য জাহাজটিকে নিকটস্থ বন্দরে নিয়ে যাওয়া হয়।
জাহাজটির ২৮ জন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য তাদের জাহাজেই রাখা হয়েছে, যেন তারা গবাদি পশুগুলোর দেখভাল করতে পারে। এসব পশুর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা চলছে।