বন্দর উন্নয়ন প্রকল্পে ১৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে শ্রীলংকা সরকার। বন্দর কার্যক্রম থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে উন্নয়ন প্রকল্পের তহবিল গঠন করা হবে। আশা করা যাচ্ছে, প্রকল্পগুলো এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করে তুলবে। প্রকল্পের আওতায় শ্রীলংকা বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ইস্টার্ন কনটেইনার টার্মিনাল ১০০ মিলিয়ন এবং জয়া কনটেইনার টার্মিনাল ৩২ মিলিয়ন ডলার বরাদ্দ পাবে। এছাড়া বাল্ক কার্গো কার্যক্রম চালানোর জন্য ত্রিনকোমালে হারবার এবং পর্যটনের উদ্দেশ্যে গল হারবার উন্নয়নের পরিকল্পনা করেছে সরকার। গল হারবারে ইয়ট পরিষেবা এবং বড় জাহাজ রাখার সুবিধা চালু করা হবে।
অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি ভারত সাগরের লজিস্টিক এবং ট্রান্সপোর্ট হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় শ্রীলংকা।