অর্থবছরের সাত মাসে পণ্য রপ্তানি ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই থেকে জানুয়ারি) বিশ্ববাজারে ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের পণ্য। এ হিসাবে রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত রপ্তানি পরিসংখ্যানের ভিত্তিতে করা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংস্থা ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসের হালনাগাদ প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ পাঁচ পণ্য হলো পোশাক, হোমটেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের মোট রপ্তানির ৯২ দশমিক ২৯ শতাংশ জুড়েই ছিল এ পাঁচ পণ্য। ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৩১ শতাংশ। তবে হোমটেক্সটাইল পণ্য রপ্তানি ১৬ দশমিক ৬৫ শতাংশ কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানিও কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২২ শতাংশ এবং কৃষিপণ্য রপ্তানি ২৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে।

ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যাওয়া পণ্য পোশাক, যা মোট রপ্তানির ৮৪ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে বিশ্ববাজারে ২ হাজার ৭৪১ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২ হাজার ৩৯৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলারের তৈরি পোশাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here