বিদেশি জাহাজের অনিয়ন্ত্রিত মৎস্য আহরণে হুমকির মুখে দক্ষিণ আটলান্টিক হাই সি

সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর দক্ষিণ আটলান্টিকের হাই সিতে অনিয়ন্ত্রিতভাবে মৎস্য আহরণ করছে একাধিক দেশের শত শত জাহাজ। এতে ঝুঁকির মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং আঞ্চলিক জেলেদের জীবন ও জীবিকা।

আর্জেন্টিনার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে ‘মাইল ২০১’ এলাকায় অনিয়ন্ত্রিত মৎস্য আহরণের পরিমাণ সবচেয়ে বেশি। চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, স্পেনসহ অনেক দেশের জাহাজ এ এলাকা থেকে ব্যাপক পরিমাণে মাছ শিকার করছে।

২০১৮-২১ সাল পর্যন্ত আটশর বেশি মাছ ধরা জাহাজ আর্জেন্টিনার ইইজেডের বাইরের হাই সিতে প্রায় নয় লাখ ঘণ্টা মাছ শিকার করেছে। অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধ না হলে অচিরের এ অঞ্চলের অনেক মাছ বিশেষ করে স্কুইড এবং হেকের পরিমাণ আশঙ্কাজনক হারে হ্রাস পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here