সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর দক্ষিণ আটলান্টিকের হাই সিতে অনিয়ন্ত্রিতভাবে মৎস্য আহরণ করছে একাধিক দেশের শত শত জাহাজ। এতে ঝুঁকির মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং আঞ্চলিক জেলেদের জীবন ও জীবিকা।
আর্জেন্টিনার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে ‘মাইল ২০১’ এলাকায় অনিয়ন্ত্রিত মৎস্য আহরণের পরিমাণ সবচেয়ে বেশি। চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, স্পেনসহ অনেক দেশের জাহাজ এ এলাকা থেকে ব্যাপক পরিমাণে মাছ শিকার করছে।
২০১৮-২১ সাল পর্যন্ত আটশর বেশি মাছ ধরা জাহাজ আর্জেন্টিনার ইইজেডের বাইরের হাই সিতে প্রায় নয় লাখ ঘণ্টা মাছ শিকার করেছে। অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধ না হলে অচিরের এ অঞ্চলের অনেক মাছ বিশেষ করে স্কুইড এবং হেকের পরিমাণ আশঙ্কাজনক হারে হ্রাস পাবে।