২০২২ সালের প্রতি প্রান্তিকে কনটেইনারের শিডিউল রিলায়েবিলিটি বৃদ্ধি পেয়েছে।

মেরিটাইম ডেটা অ্যানালিসিস কোম্পানি সি ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০২২ এর জানুয়ারিতে গ্লোবাল শিডিউল রিলায়েবিলিটি ছিল ৩১.৮ শতাংশ যা বছর শেষে ৫৬.৬ শতাংশে উন্নীত হয়।
২০২২ সালে বছরজুড়ে দেরিতে জাহাজ পৌঁছানোর প্রবণতা ধারাবাহিকভাবে কমেছে। গত বছর শুরুতে জাহাজ বন্দরে পৌঁছতে মাসে গড়ে আটদিন দেরি হতো, কমতে কমতে ডিসেম্বরে সেটা (মাসিক গড় বিলম্ব) ৫.৪৩ দিনে নেমে আসে।

অন্যদিকে ৬৩.৩ শতাংশ শিডিউল রিলায়েবিলিটি নিয়ে ২০২২ সালের নির্ভরযোগ্য ১৪টি ক্যারিয়ার কোম্পানির তালিকায় শীর্ষস্থানে আছে এমএসসি এবং দ্বিতীয় স্থানে মায়েরস্ক (৬০.১%)। তালিকায় ৫০ শতাংশের কম শিডিউল রিলায়েবিলিটি আছে কেবল ইয়াং মিং এবং জিমের। যথাক্রমে ৪৭.৭ শতাংশ এবং ৪৭.২ শতাংশ শিডিউল রিলায়েবিলিটি নিয়ে তালিকার একদম শেষে আছে ইয়াং মিং এবং জিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here