পাঁচদিন পর আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হচ্ছে

আখাউড়া স্থল বন্দর । ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ ঘোষণার পাঁচদিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। আজ সোমবার থেকে আবারো এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হচ্ছে। এতে করে পুনরায় এ বন্দরে কর্মচঞ্চলতা ফিরে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

স্থলবন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে এফএসএসএআই আগরতলা বন্দর দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে মাছ, শুঁটকি ও হিমায়িত পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয়। এর পরই ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নড়েচড়ে বসে। তারা কেন্দ্রীয় সরকারে কাছে চিঠির মাধ্যমে এ বন্দরকে নিষেধাজ্ঞার আওতাধীনের বাইরে রাখার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার ও এফএসএসএআই এ বন্দরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের ওপর নির্ভরশীল। মাছ রপ্তানি বন্ধ হওয়ায় এ রাজ্যের মানুষ সমস্যায় পড়বে বলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে। এর পরই এ বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এতে করে মাছ ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here