লিন্ডে ইঞ্জিনিয়ারিংকে হামবুর্গ বন্দরে হাইড্রোজেন ফিলিং স্টেশন তৈরির দায়িত্ব দিয়েছে হামবুর্গার হাফেন উন্ড লগিস্টিক এজি (এইচএইচএলএ)।
কার্বন ব্যবহার কমাতে এবং হাইড্রোজেনচালিত পোর্ট লজিস্টিক সরঞ্জাম পরীক্ষার জন্য ক্লিন পোর্ট অ্যান্ড লজিস্টিক (সিপিএল) নামক ইনোভেশন ক্লাস্টার শুরু করেছে এইচএইচএলএ। এর অংশ হিসেবে বন্দরের টলারর্ট কনটেইনার টার্মিনালে ফিলিং স্টেশনটি তৈরি করা হবে। চলতি বছর কার্যক্রম শুরু পর স্টেশনে স্ট্রাডেল ক্যারিয়ার, এম্পটি কনটেইনার স্ট্যাকার, টার্মিনাল ট্রাক্টর এবং ট্রাকের মতো ভারী যন্ত্রগুলোতে হাইড্রোজেন রিফুয়েলিং করা হবে।