দক্ষিণ-পূর্ব এশিয়া-অস্ট্রেলিয়া রুট এবং এশিয়া-ইউএস ইস্ট কোস্ট রুটে কার্যক্রম বাড়াচ্ছে জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস (জিম)।
সম্প্রতি এশিয়া মহাদেশ-ইউএস ইস্ট কোস্ট রুটে সেবা প্রদানকারী জেডএক্সবি সার্ভিসে বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দিয়েছে জিম। দ্রুততম সময়ে সংযোগ স্থাপন করতে এই রুটে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া-অস্ট্রেলিয়া রুটের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে থাইল্যান্ড ফ্রিম্যান্টল এক্সপ্রেস (টিএফএক্স) চালু করেছে জিম। অস্ট্রেলিয়ায় জিমের কার্যক্রম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টিএফএক্স।