বিল্ড-অপারেট-ট্রান্সফার (বিওটি) ভিত্তিতে দীনদয়াল বন্দরে মেগা কনটেইনার টার্মিনাল সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমোদন পেয়েছে ডিপি ওয়ার্ল্ড।
চুক্তির আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে টুনা-টেকরায় একটি মেগা কনটেইনার টার্মিনাল নির্মাণ করবে ডিপি ওয়ার্ল্ড। ১,১০০ মিটার লম্বা বার্থযুক্ত অত্যাধুনিক টার্মিনালটি ১৮,০০০ টিইইউ বহনকারী জাহাজ পরিচালনা করতে সক্ষম। টার্মিনালটির ধারণক্ষমতা ২.১৯ মিলিয়ন টিইইউ।
উল্লেখ্য, গত বছর বিশ্বব্যাপী কনটেইনার টার্মিনালগুলোতে মোট ৭৯ মিলিয়ন টিইইউ হ্যান্ডেল করেছে ডিপি ওয়ার্ল্ড।