ইউরোপ-এশিয়া রুটে নতুন মালবাহী পরিষেবা চালুর করছে সৌদি আরব। এক যৌথ ঘোষণায় এ কথা জানায় সৌদি বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি শিপিং জায়ান্ট বাহরি।
নতুন পরিষেবার আওতায় জাহাজগুলো ইউরোপের ব্রেমারহেভেন, এন্টওয়ার্প এবং মন্টোয়ার বন্দর থেকে রওনা করে সৌদির জেদ্দা বন্দর হয়ে ভারতের এন্নোর এবং চীনের তাইচাং এবং সাংহাই বন্দরে পৌঁছবে। নতুন রুটটি বাহরির শিপিং নেটওয়ার্ট কভারেজ বাড়াতে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।