ক্রুড ওয়েল ট্যাঙ্কারের শুল্ক ২৫% বাড়িয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ

এক ধাক্কায় ক্রুড ওয়েল ট্যাঙ্কারের শুল্ক ২৫ শতাংশ বাড়িয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। অন্যান্য সময় ক্রুড অয়েল ট্যাঙ্কারের শুল্ক ১০ শতাংশ বৃদ্ধি পেলেও এবার এক লাফে সেটা ২৫ শতাংশ এ পৌঁছে গেছে। অন্যদিকে খালি ট্যাঙ্কারের শুল্ক বেড়েছে ১৫ শতাংশ। কর বৃদ্ধির কারণ হিসেবে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি নৌ-অর্থনীতির প্রবৃদ্ধি এবং সামুদ্রিক রুটের উন্নয়নকে দায়ী করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। এসসিএ প্রধান ওসামা রাবি বলেন, মূল্যস্ফীতির কারণে শুল্ক বৃদ্ধি ’অপরিহার্য’ হয়ে গেছিল।

এর আগে ২০২২ সালের মার্চে জাহাজগুলোতে নতুন সারচার্জ ধার্য করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। চলতি বছর এপ্রিল থেকে এসব শুল্ক কার্যকর করা হবে। তবে নেভিগেশন মার্কেটের ক্রমাগত পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে শুল্কের হার ওঠানামা করবে। উল্লেখ্য, ২০২২ সালে সুয়েজ খালের মোট রাজস্বের প্রায় ৮ শতাংশ এসেছে ট্যাঙ্কার থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here