আঞ্চলিক প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে মেরিটাইম খাতে ২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকং। প্রস্তাবিত বাজেট হংকংকে একটি আন্তর্জাতিক মেরিটাইম সেন্টারে রূপান্তরিত করবে।
ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক ব্যুরোর অধীনে হংকং মেরিটাইম অ্যান্ড পোর্ট বোর্ডের সদস্য এবং সামুদ্রিক পরিষেবা প্রদানকারীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে। প্রস্তাবিত বাজেটে জাহাজ ব্যবস্থাপনা, সামুদ্রিক বীমা, মেরিটাইম আরবিট্রেশন, জাহাজ অর্থায়নের মতো কৌশলগত বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। টাস্কফোর্সের প্রাথমিক লক্ষ্য হলো, কৌশলগত বিষয়গুলোর ভিত্তিতে চলতি বছরের শেষ নাগাদ একটি কর্মপরিকল্পনা তৈরি করা। পাশাপাশি সামুদ্রিক খাতে ডিজিটালাইজেশন এবং কার্বন-নির্গমন রোধের ওপরও গুরুত্বারোপ করা হবে। কৌশলগত পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রেটার বে এরিয়ায় (জিবিএ) প্রতিবেশীদের সঙ্গে মিত্রতা জোরদার করা। জিবিএ এবং বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে ২০ মিলিয়ন হংকং ডলার বরাদ্দ করা হয়েছে।