ভ্যাঙ্কুবার বন্দরের রবার্টস ব্যাংক টার্মিনাল ২ প্রকল্পটি অনুমোদিত করেছেন কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী স্টিভেন গিলবু।
প্রকল্পটি মৎস্যসম্পদ, মাছের আবাসস্থল, লবণাক্ততা এবং স্থানীয় আদিবাসী গোষ্ঠীদের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। পরিবেশবান্ধব উপায়ে প্রকল্প পরিচালনার বিষয়টি নিশ্চিত করার পরই সরকারি অনুমোদন পাওয়া গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কানাডার ওয়েস্ট কোস্ট কনটেইনার টার্মিনালের ধারণক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি পাবে, যা দেশটির ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদা মিটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।