পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রামে (পিআইডিপি) ৬৬২ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন’স মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (এমএআরএডি)। এ লক্ষ্যে একটি নোটিস অব ফান্ডিং অপরচুনিটি (এনওএফও) ঘোষণা করে এমএআরএডি।
পিআইডিপি প্রোগ্রাম বন্দর আধুনিকীকরণ, নিরাপদ, কার্যকর এবং নির্ভরযোগ্য বন্দর নির্মাণ, সাপ্লাই চেইন জোরদার, শিপিং সময় ও ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। উল্লেখ্য, প্রেসিডেন্টের ইনফ্রাস্ট্রাকচার প্যাকেজ পিআইডিপি প্রোগ্রামে বার্ষিক ৪৫০ মিলিয়ন ডলার তহবিল সরবরাহ করে।