চলতি বছরের শেষে কার্যক্রম শুরু করবে জ্যামাইকার ‘জার্মান শিপ রিপেয়ার জ্যামাইকা শিপইয়ার্ড’। জার্মান কোম্পানি হ্যারেন অ্যান্ড পার্টনার গ্রুপ এবং ক্লোস্কা গ্রুপের যৌথ অংশীদারিত্বে শিপইয়ার্ডটি তৈরি করা হয়েছে।
২০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন ড্রাইডকটি বিভিন্ন ধরনের মেইনটেন্যান্স পরিষেবা প্রদান করবে। এছ্ড়াা ইয়ার্ডে আনুমানিক ৭০৫ ফুট লম্বা জাহাজ হ্যান্ডল করার মতো বার্থ স্পেস থাকবে। প্রথম পর্যায়ে ইয়ার্ডের ভাসমান ড্রাইডক জেএএম-ডক ১ কার্যক্রম শুরু করবে। কার্যক্রম শুরুর পর প্রথম গ্রাহক হিসেবে শিপইয়ার্ড থেকে মেইনটেন্যান্স পরিষেবা গ্রহণ করবে মেক্সিকান জায়ান্ট (৬,৭০০ডিডব্লিউটি)।
জ্যামাইকা ক্যারিবিয়ান, মধ্য আমেরিকা এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোর কাছাকাছি অবস্থান করছে। যার ফলে এসব রুটে চলাচলকারী জাহাজগুলো সহজেই এই শিপইয়ার্ড থেকে পরিষেবা গ্রহণ করতে পারবে।