টেকসই সরকারি ক্রয় নীতিমালার খসড়া প্রকাশ

সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট পলিসি বা টেকসই সরকারি ক্রয় নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) ওয়েবসাইটে নীতিমালাটির খসড়া প্রকাশ করা হয়।

এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে অংশীজনের মতামত চেয়ে চিঠিও পাঠিয়েছে সিপিটিইউ।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, বদ্বীপ পরিকল্পনা, রূপকল্প-২০৪১, পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর জাতীয় বাজেটের আকার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও। এতে সরকারি ক্রয়ে ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি ক্রয়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসডিজির ১২.৭ নম্বর লক্ষ্য হচ্ছে সরকারি ক্রয়ে টেকসই পদ্ধতির প্রবর্তন। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে টেকসই সরকারি ক্রয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অংশীজনের মতামতের ভিত্তিতে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here