কার্বনের ব্যবহার কমাতে নবায়নযোগ্য শক্তির অন্যতম প্রধান উৎস ওশান এনার্জি তথা টাইডাল পাওয়ারের দিকে ঝুঁকছে চীন।
ওশান এনার্জির বিভিন্ন ধরন নিয়ে কাজ করছে চীন। যার ভেতর টাইডাল ব্যারেজের বাণিজ্যিক ব্যবহার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। টাইডাল স্টিম জেনারেশেন বাণিজ্যিকীকরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ওয়েভ পাওয়ার ইন্সটলেশনের সি ট্রায়াল চলছে। প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের সবচেয়ে সেরা প্রযুক্তি ব্যবহার করছে চীন।
২০১৮ সালের শেষে চীনের সমুদ্রভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৭.৪ মেগাওয়াট এবং সেখান থেকে এ পর্যন্ত ২৩৪ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গত বছরের মে মাসে চীনের প্রথম সম্মিলিত টাইডাল এবং সোলার পাওয়ার স্টেশন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। সেখানে উৎপাদিত বিদ্যুৎ তিন হাজার বাড়িতে সরবরাহ করা যাবে।